ভবের চরে কত দিন ধরে
চলছে যে মেলা আড়ম্বরে
সাবধান আজ করনা হেলা
এ যে বেলা শেষের মেলা !


ডাকুরা এসেছে স্বদলবলে
কাড়বে সব কলে কৌশলে
তারা পাতবে নানান খেলা
এ যে বেলা শেষের মেলা !


এতদিন ধরে যা কামিয়েছ
দেখো শেষে সব হারিয়েছ
তুমিও হয়ে পড়ছ একেলা  
এ যে বেলা শেষের মেলা !  


ভাঙ্গা মেলায় থাকে মরিয়া
ভরে তারা লোভের দরিয়া
আসে সব শয়তানের চেলা
এ যে বেলা শেষের মেলা !


তুমিও যদি হও লোভাতুর  
ওদের চেয়ে না হও চতুর
ধরবে পুলিশ বুঝবে ঠেলা
এ যে বেলা শেষের মেলা !  


এই কবিতায় শেষ জামানার কথা বুঝাতে চেষ্টা করেছি ।
এখন শয়তান মরিয়া হয়ে মানুষকে ঈমান নষ্ট করার জন্যে
যেন ব্যকুল হয়ে উঠেছে । তাই হাতে জলন্ত কয়লা রাখার
চাইতে ঈমান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে । আমাদের প্রিয়নবী
হযরত মোহাম্মদ ( সাঃ  ) যে জামানার কথা খুব আতঙ্কগ্রস্থ হয়ে বহুবার
বলেছিলেন সে জামানায় আমরা রীতিমত এসে পড়েছি । অতএব সাধু সাবধান ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৪২টা, শুক্রবার, ২রা বৈশাখ ১৪২৮,
১৬ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।