কেমন আছেন ?
বলেছিলাম, হ্যাঁ আমি বেশ ভালো আছি
তখন বুঝে না বুঝেই এমনটা বলেছি ?
ততক্ষণ আসলেই বেশ ভালোও ছিলাম  
কিন্তু যদিও পরে তার মর্মার্থ বুঝলাম ।
যখন গুটি কাউকে বললাম ভালো নেই
তাদের থেকে দুঃখও এলো ধেই ধেই ।
আমার অভাবের সুযোগ নিয়ে যা করল
তারা আমাকে নাস্তানাবুদ করেই ছাড়ল ।
সে কি দুর্ব্যবহার আমি যেন রাস্তার মানুষ
অবশ্য আমিও দেখলাম কারা হয় ফানুস ।
আমি আর ভালো নেই যদি কেউ জানে
আমার উপেক্ষা অসহযোগিতা সর্বখানে !
এই দুনিয়াতে হায় ! যদি পায় অসহায়,  
তাকে নিয়ে খেলে সবাই কত মজা পায় ।
তাই কখনো বলি না তো আর মন্দ আছি
মন্দ থাকলে চাকচিক্য পোশাক পড়েছি ।
আসলে বুঝেছি যদিও না থাকি ভালো
ভালো থাকার ভানেও ছড়ায় যে আলো ।
তাই খাই না খাই, কারো কাছে আশা নাই
জিজ্ঞাসিলে বলি ভালো আছি সর্বাবস্থাই ।
সর্বদা ভালো আছি বললে অবচেতন মনে
ভালো রাখার কাজ করে চলে সে সর্বক্ষণে ।  


রচনাকালঃ- বেলা ৩.২৭, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪২৭,
১৫ জিলহজ্জ, ৬ আগস্ট ২০২০, মিরপুর, ঢাকা ।