শোন ও ভাই, তোমার জীবনের  
জন্য কিছু কথা বলতে চাই ।
আমি ব্যস্ত আমি ব্যস্ত বড্ড ব্যস্ত  
না না ওসব শুনার সময় নাই ।  
আমার চাই আরও আরও কামাই
এজন্যই শুধু মাথা ঘামাই ।
তুমি কি মোটেও দেখছও না হে
খাটছি যে মোরা বউ জামাই ?  
হ্যাঁ শুনতে পারি তবে শর্ত একটাই
যদি গো নগদ কিছু পাই.........  
তোরা যে যা বলিস ভাই আমার
কিন্তু লাগবে শুধু টাকাই ।
এত কেন করিস রে ভাই শুধুই
চাই চাই আর খাই খাই ?
জ্ঞানার্জন আর অবিদ্যা মুক্ত ছাড়া
তোমার জীবনে মুক্তি নাই.......
দুদিনের এই দুনিয়াদারিতে দিও
না হে অত ব্যস্ততার দোহাই ।


রচনাকাল- রাত ৯.৩০টা সোমবার ১৭ আষাঢ় ১৪২৬,
২৭ শাওয়াল ১৪৪০, ১ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা ।