-এই তোর নাম কিরে ?
--নাম আমার বাহাদুরে
-কি কর ?
--আমি ভবঘুরে
-বাড়ি কোথায় ?
--ছিল বহুদূরে---  
এখন উরে এসে
জুড়ে বসেছি
ভাবনা বিলাস পুরে
-কিছু কর না কেন ?
--ডাক্তার ছিলাম হাতুড়ে
মোবাইল কোর্টের
মামলা খেয়ে হইছি ফতুরে
-এখন কি করবে ?
খনিতে যাবো মাটি খুঁড়ে
উঠবো আমি পাতাল ফুঁড়ে
রত্ন আনবো বস্তা ভরে
ভাবছি এটা ক'বছর ধরে
পারছিনা তাই বেড়াচ্ছি
আমি ঘুরে ঘুরে.......
-বিয়ে সাদী করেছ কি ?
--প্রস্তাব দিয়েছিলাম যারে
সে ছিল এক ধনীর দুলালী
বড্ড আদুরে........
কিন্তু সে আমায়
মারলরে ভাই জুতা ছুঁড়ে !
মনটা গেল ভেঙ্গে চুরে
কথাটা আবার স্মরণ করে
মনটা যাচ্ছে ব্যথায় কুঁকড়ে
মাথাটাও যাচ্ছে বিগড়ে
আর একটা প্রশ্ন করবেন না
নইলে,
আপনার মুখে দেবো মাটি পুরে ।