সৃষ্টির বিচার করবে স্রষ্টা , শুধুমাত্র
তিনিই তার যথপোযুক্ত ধারক বাহক ।
এটা যে শুধু তারই আসন; তারই সাম্রাজ্য;
চলবে তারই শাসন; তা ভুলে তার গোলাম-ই  
দোদণ্ড প্রতাপে এখন সেজে গেছে বিচারক !


এটা যে কত পবিত্র দায়িত্বের কাজ,  
নির্লজ্জ গোলাম বেমালুম কেড়েছে তার হক ।  
তাদের নেই আসমানি জ্ঞান;  
খুলেও দেখে না কোন অভিধান,  
অধিকন্তু তারা মূর্খ জালেম ভণ্ড ঠক প্রতারক ।


জাল জালিয়াতি করে এ আসন ছিনিয়ে
তারা হয়েছে আজ সমাজের চরম ক্ষতিকারক ।
বিচারকার্য অতি সুক্ষতার পবিত্রতার; অথচ
এটাকেই করেছে তারা অন্যতম আয়কারক।
তারা খুন ধর্ষণের মীমাংসা করে দেয়, নেয়
অঢেল অর্থ, বাদী পায়না কচুটাও শেষতক !  


নিরীহরা তাদের বিচার যন্ত্রে বলির পাঠা,
পেশীধারীরা হয়েছে যেন এর প্রধান নিয়ন্ত্রক।
ন্যায় বিচার আজ নির্বাসনে;  
বাদরেরা সমাসীন বিচারকের আসনে,
এটাই তাদের এখন অন্যতম ক্ষুধানিবারক ।
বিচার-শালিসকে তারা বানিয়েছ রমরমা বাণিজ্য
আর নিজেরা বনেছে ঐ বাঁদর রুটি বণ্টনকারক ।
              
-১০/০৮/২০১৫ ঠাকুরগাঁও ।