তীব্র তিরস্কারে চালুনি বলে
আরে সুই.........
দেখতে শুনতে ভালো হলেও
বড্ড অযোগ্য রে তুই !


নিজেকে তো দেখাচ্ছ তুমি
কতনা ভালো ভদ্র !
তবে তোমার পিছনে কেনরে
অমন একটা ছিদ্র ?


দাঁত ভাঙ্গা জবাবে বলে সুই
ওরে গণ্ড মূর্খ চালুনি ।
সারা গায়েই যে ছিদ্র তোমার
তা তো কভু বলিনি ?


পরিপূর্ণতা কেহ পায় না রে
এই জগত সংসারে ।
নিজের দোষটাই আগে দেখ  
পরেরটা দেখ পরে ।


যতই দেখবে নিজের দোষ
ততই হবে অগ্রগামী ।
গভীর ধ্যানে আত্মনিমগ্ন হও  
যদি হতে চাও দামী ।


রচনাকালঃ- সন্ধ্যা ৬.৫৮ টা শুক্রবার
০২/১১/২০১৮ মিরপুর , ঢাকা ।