বিশ্ববিদ্যালয়ে পড়েও কোন বিদুষী যদি হায়
বেশ্যা বৃত্তি করে !
ছিঃ ছিঃ ছিঃ ছিঃ এমন ঘৃন্য কথা শুনে আমি
লজ্জায় যাইরে মরে !
বিদুষী হয়েও স্বজাতিকে কলঙ্কিত করে কেউ
হীন স্বার্থের তরে !


সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোও পারলো না তোমার
চরিত্রটা দিতে গড়ে ?
নাকি ওসব প্রতিষ্ঠানগুলো চরিত্র দেবেনা গড়ে
বাণিজ্য মন্দার ডরে ?
নাকি বিশ্ববিদ্যালয়ই কভু পারেনি নিজেদেরই  
চরিত্র রাখতে ধরে ?


মেধার চাইতে ঐ দেহখনাকেই তুমি বিকাও
যদি উঁচু দরে !
তবে কি লাভ হলরে আর এত অর্থ শ্রাদ্ধ্য করে
ঐ বিশ্ববিদ্যালয়ে পড়ে ?
মৌলবাদীরা তবেই কি তোমায় দুর্ভেদ্য পর্দায়
আটকে রাখতো ঘরে ?


দেহখানা নষ্ট করেছ অবলীলায় একটুও বুঝনি
মেধাটাও যাবে যে মরে !  
নষ্ট দেহ-মনে জানোনা হয়না সুপ্রতিভার বিকাশ
যতই কাঁদো না অঝরে ।
তুমি হয়েছ দ্বিগুন অভিশপ্তা, এমন পাপে পায়ের
মাটিও গিয়েছে সরে !  


ওরে নষ্ট দেহের ভ্রষ্টাচারী তবে কোন সুপুরুষকে
আর বাঁধিওনা বাহুডোরে ।
তারও মাথা তুলে দাঁড়াবার সামর্থ্য হবেনা আর
ইহ জীবনের তরে।
ঐ জরায়ুতেও নিওনা সন্তান, সে যে দুনিয়াটাকে
অশান্তিতে দেবে ভরে...............