দিনে দিনেই বিজ্ঞান উন্নত থেকে
আরও আরও উন্নতর হচ্ছে ।
মানে আগে বিজ্ঞান অনুন্নত ছিল
তা বিজ্ঞানই স্বীকার করছে ।


আগেকার বিজ্ঞান সম্মত ব্যবহার
আধুনিক বিজ্ঞানই তা করে বন্ধ ।  
কিন্তু বিজ্ঞানের গোঁড়া সমর্থক ধর্ম
মত নয় বিজ্ঞান সম্মততেই অন্ধ ।


অথচ ধর্ম, বিজ্ঞানের বিকাশ পূর্বে
যা যা বলেছে তাই আছে সঠিক ।
আশ্চর্যভাবে ধর্মের অকাট্য নির্দেশ
বিজ্ঞানে মিলও পাচ্ছে বৈজ্ঞানিক ।  


যেমন করোনাকালীন কথাই বলি,  
লক ডাউন মাস্ক হস্তধৌত করণ ।
এসব তো ধর্মেরই নির্দেশ, পালন
করতে গিয়ে সবে করছিও শরণ ।    


মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজে
হস্তধৌত নারীর পর্দা ব্যবহার ।
সবাই তাই করে প্রাণ রক্ষা করল,
পুরুষও আশ্রয় নিল বোরকার ।    
  
বিজ্ঞান আজো রয়েছে যে শৈশবেই
তা যদি করি সর্বক্ষেত্রেই নির্ভর ।
তদুপরি ধর্মেরই বিকল্প যদি বুঝি
বিজ্ঞান, তবে তো হবোই বর্বর ।  


রচনাকালঃ- সকাল ৮.৩৯টা, বুধবার, ৫ কার্তিক ১৪২৭,
৩ রবিউল আউয়াল ১৪৪২, ২১ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।