সস্তা খ‍্যাতি পেতে আজকাল কতেক কুলাঙ্গার
করতেও ছাড়ে না শাশ্বত ধর্মেরও অবমাননা ।
নিজেকে সুশিক্ষিত প্রমানে সমানে শুধুই তকমা
লাগায় কভু বিজ্ঞানমনস্ক কিবা কভু উদারমনা ।


কতজনা আরও কি সব বলে সকালে বিকালে
জানি না তারা আদৌ কিছু জানে কি জানে না ।
খোদ বিজ্ঞানীরাই প্রায়ই দেখি শেষে ধর্মে হচ্ছে
নতজানু অথচ এরা কোথায় করে কি গবেষণা ?


বিজ্ঞানের ব বুঝেনা গ বুঝেনা কিন্তু তার দোহাই
দিয়ে বোকা বানিয়ে করে কত যুক্তি অবতারণা ।
বিজ্ঞানীরাই যখন স্বয়ং মানছে ধর্ম কিন্তু কথিত
বিজ্ঞানমনস্ক নাম্নী এই অবিজ্ঞানীরা তা মানে না ।


আত্ম প্রবঞ্চনা করে এরা কি যে সুখ পায় কাকে
খুশী করে জানি না, এদের কি লজ্জাও করে না ?
বিজ্ঞানমনস্ক কি উদারমনা সাজতে গিয়ে নিজে
ভণ্ডামিটা প্রকাশে দিনশেষে আসে দুঃখ যাতনা ।


আসল বিষয়টা আমার ভালোই জানা এরা পাপ
পঙ্কিলতায় আচ্ছন্ন বলে ধর্মে এদের মন টানে না ।
তাইতো স্রষ্টাই এদের দিয়েছে পূর্ণ অবকাশ যদিও
ধরবে অবশেষে এখন দেখছে শুধু এদের বাহানা ।


রচনাকালঃ- সকাল ৭:১৩টা, শুক্রবার, ২২ আশ্বিন ১৪২৯, ৭ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।