ব্র্যান্ড ছাড়া তোমার নাকি একদিনও চলেনা
আহা !  জন্ম সার্থক ভোগবিলাস করে !
তুমি নগদ প্রাপ্তিতে বিশ্বাসী বলে আস্থা নেই
পরকালে, আগে ভোগ পরেরটা পরে ।    
বিলাসী, তুমি একাই অনেকেরটা ভোগ কর  
বলেই তো কাউকে হতে হয় ভবঘুরে !  
যতই তোমার বাড়ছে চাহিদা ততই তারাও
সংখ্যায় বাড়ছে গোটা দুনিয়াটা জুড়ে !  
চাহিদা মিটাবার প্রতিযোগিতায় হেরে গিয়ে
কতজনে আজকাল আত্মহননেও মরে।  
অথচ হে বিলাসী কোনদিন তোমাকে পাবে
না ইতিহাসে পাওয়া যাবে আস্তাকুঁড়ে ।
কারণ বিলাসীরা ইতিহাসে হয় অসঙ্গকুলান
ত্যাগীরা লিপিবদ্ধ রবে সর্বদা স্বর্ণাক্ষরে ।


রাত- ১১.৪টা, শুক্রবার, ১৭/০৪/২০২০, মিরপুর, ঢাকা ।  
মনের কথা