আমি মুখে যা কিছু বলি
ওসব যাও না গো ভুলি
আসলে এক পাও ফেলি না কোন সময়,  
যদি না পাই আমার মনের মত বিনিময় !    


হ্যাঁ আমি প্রথমত দেবো
তবে যুতসই কিছু নেবো
তানা হলে তোমার পানে ফেরা আর নয়,  
যদি না পাই আমার মনের মত বিনিময় !  


আহা ! যদি পাই নগদ
খুশিতে যে করি গদগদ  
তাই বাকির খাতা ভাই সদাই শূন্যই রয়,  
যদি না পাই আমার মনের মত বিনিময় !  


আমার নাই দানের দায়
করলেও করবো আদায়
সুদাসলে, ছলে বলে নিতে করি অভিনয়,    
যদি না পাই আমার মনের মত বিনিময় !  


কামাতে নাম যশ খ্যাতি
করবো যত তেলেসমাতি
বিনিময় দিয়ে আমি দুনিয়াটা করবো জয়
ঐ কর্মটা শুধু নামকা ওয়াস্তে হলেই হয় !  


রচনাকালঃ- সকাল- ৯.২৫টা সোমবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭,
৮ শাওয়াল ১৪৪১, ১ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।