বড় বিপদেই পড়েছিস রে ভাই তোরা  
বড় বিপদেই পড়েছিস রে ভাই তোরা  
দেখছ না কি এবার
আনন্দ প্রায়ই সবার  
ঐ আগুনে কতজনে দিচ্ছে আলুপোড়া !  


এই বিপদ শুধুই যেন তোদেরই একার    
জীবনও হয়ে উঠেছে কত না হাহাকার  
ওই স্বজন বন্ধু বান্ধব
সুযোগে করে উৎসব
তোদের অর্থ ও সম্পদ নগদে ঝরাবার ।


তারা উপকারের নামে ক্ষতি করে অতি
জীবনে উল্টো আরও বয়ে আনে দুর্গতি
বিপদের এক যন্ত্রণা
ঘটায়ও অর্থের বন্যা
ভাবে না ওদেরও যে হবে এই পরিণতি ।


যে শুনে সেই বলে এ তো মামুলি ব্যপার
টোকাই বলে কি ভাই সেও করবে উদ্ধার
এটাও নাকি বাণিজ্য
আহা কতনা অন্যায্য  
করে নেতা খেতা পুলিশ উকিল মোক্তার !      
  
বিপদে সাহায্য করা তো ভুলে গেছি সবে
যেন কেউ জানেনা কথাটি ধর্মে ছিল কবে
এটা নাকি মোক্ষম অস্ত্র  
খোল তার পড়নের বস্ত্র
বিপদে না পড়লে তবে দেখলে কি ভবে ?


রচনাকালঃ- রাত- ১০.৫৭টা, সোমবার, ১০ কার্তিক ১৪২৭,
৮ রবিউল আউয়াল ১৪৪২, ২৬ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।