ক্ষুদিরাম
আমার কৈশোর হৃদয়ে ঝড় তোলা
একটি অবিস্মরণীয় নাম ।
হাসি হাসি পড়বো ফাঁসি ঐ গানটি
শুনে শুধু অঝোরে কাঁদতাম ।


ক্ষুদিরাম
বিপ্লবী চেতনাটা আমার গ্রন্থিতে যে
প্রোথিত করতে হয়েছে সফলকাম ।
যে শিখিয়ে গেছে অত‍্যাচারীর হাত
হতে কি করে বাঁচাতে হয় ধরাধাম ।


ক্ষুদিরাম
হাসতে হাসতে মরেও শিখিয়ে গেলে
কি করে রাখতে হয় অমর করে নাম ।
এমন বীরত্বগাঁথা মরণের শিক্ষালাভে
আমরা বাঙ্গালীরা যত জয়ও পেলাম !


ক্ষুদিরাম
তোমার জীবনদানে আমার মনে প্রাণে
অবিরাম কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানালাম ।
অত‍্যাচারী বিনাশে আসুক ভবে আরও
লক্ষ লক্ষ ক্ষুদিরাম সে আশাই রাখলাম ।


রচনাকালঃ- দুপুর ১২.০৮টা, বুধবার, ২৭ শ্রাবণ ১৪২৮,
১১ আগষ্ট ২০২১, মিরপুর, ঢাকা ।