মা-বাবারা দিয়েছে উপহার সচ্ছল পরিবার
তা পেয়েই নির্ভাবনায় ছেলেগুলো আজকাল প্লেবয় ।
নারীর অধিকার আজকে জয় জয়কার বলেই
বড্ড বেপরোয়া চলনে বলনে ঐ মেয়েরাও কম নয় !
অর্থনীতি দিনে দিনে হচ্ছে অমিত সম্ভাবনাময়
পাল্লা দিয়ে বাড়ছেও তাই নৈতিকতার চরম অবক্ষয়  ।


সবাই দিচ্ছে অযুত প্রেরণা বিশ্ব জয়ে মোদের
আছে নাকি অপার সম্ভাবনা দিচ্ছে তারই হাতছানি ।
বিশ্বের দেশে দেশে এ দেশটাকে ভালোবেসে
সর্বত্র সে কথারই অনুরণনে আজ চলছে কানাকানি ।
প্রত‍্যাশা পূর্ণ মোদের হবেই হবে চিরকাল মাথা
উচুঁই রবে যদি সহজে সবে সকল নিয়ম নীতি মানি ।


যদি পেতে চাই অনাকাঙ্ক্ষিত যন্ত্রণা হতে আসান
তবে চাই অবসান বিদেশী বিকৃত সংস্কৃতির আগ্রাসন ।
নীতি নৈতিকতা পূনঃনির্মাণে সকলেই একাত্ম
ভাবে মনে প্রাণে মানি যদি যার যার ধর্মীয় অনুশাসন ।
আনি যদি সচেতনতা অনুভবে উন্নয়ন তরাণ্বিত
হবেই হবে তা আরও নিশ্চিতভাবে সৎ হলে প্রশাসন ।


মুক্তিযোদ্ধাদের দেখাই যথাযথ সম্মান বাড়াই
কৃতজ্ঞতা আর্দশ জ্ঞান হই সত‍্যিকারের দেশ প্রেমিক ।
এই ভাষা ও দেশ দুটোই রক্তে কেনা কেউ যেন
তা অবমূল্যায়ন করেনা করলেই সে হবে অধার্মিক ।
আনি সব মানবিক মূল‍্যবোধ প্রাণপনে করি যত
নৈতিকতার অবক্ষয় রোধ হই সবে সচেতন ধার্মিক ।


রচনাকালঃ-রাত১১.৪২টা, সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ মিরপুর, ঢাকা ।