গাঁজা খেয়ে হলে রাজা
আহা পেলে কি দারুণ মজা !
রাজা হতে তোরে দোয়া
করেছে নাকি বাবা খাজা !
বাজা রে বাজা বগল বাজা
প‍্যাঁপু প‍্যাঁপু বগল বাজা !


মজার মজার ভোগবিলাশে
হলেও দেখি বেশ তরতাজা
যখন খুশি চাচ্ছ যারে
দিচ্ছ ধরে আচ্ছা সাজা ।
বাজা রে বাজা বগল বাজা
প‍্যাঁপু প‍্যাঁপু বগল বাজা !


কারো কর গুম ক্রসফায়ার
কারো ভেঙ্গে দিচ্ছ মাঝা ।
লে লুটে লে মজারে বন্ধু
জনতাকে করে ভাঁজা ভাঁজা ।
বাজা রে বাজা বগল বাজা
প‍্যাঁপু প‍্যাঁপু বগল বাজা !


ক্ষমতার জোড়ে করছ যা
মরছে শুধুই সাধারণ প্রজা ।
দেশের সম্পদ খাচ্ছ লুটে
হয়না কি তোর লাজলজ্জা ?
উল্টো কর রং ঢঙ্গে সাজসজ্জা ।
বাজা রে বাজা বগল বাজা
প‍্যাঁপু প‍্যাঁপু বগল বাজা ।


দিনশেষে দেখোনা কার সনে
তুই ধরেছিলে মরণ পাঁজা ?
আম ছালা সব হারিয়ে দেখো
কেমনে বন্ধ হয় সব দরজা ।
পালাবার পথ পাবে না রথ
পাবে না বসে তখন বগল বাজা ।
বাজা রে বাজা বগল বাজা
প‍্যাঁপু প‍্যাঁপু বগল বাজা ।


রচনাকালঃ- রাত ১১.৪৪টা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪২৮, ১৬ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।