চারিদিকে আজ স্বার্থান্ধেরই সরবে
শুধু যেন হচ্ছে খাইখাই আর হৈচৈ ।
এত এত রাজনীতি কতনা ধর্মকর্ম
কত সমাজ সেবা কিন্তু শান্তি কই ?


কেউ গাছের খায় তলেরও কুড়ায়
কেউবা শুধুই বেকার ঘুরে টই টই ।
আমরা সবাই শিক্ষিত নাকি তবুও
কেন যেন শান্তি আনতে সফল নই ।  


কেমনে হবে ? সনদটা নিতেই যা
পড়া ব্যস, পাঠ চুকেছি ঐ পর্যন্তই !  
তাইতো শিক্ষিত শয়তান হয়ে মুখে
সবাই ফুটাতে শিখেছি মিথ্যার খই ।


পড়িনা ভালো কিছু বলেই, করিনা  
অন্যের তরে, যা করি শুধু নিজেরই ।
ব্যস্ততার অজুহাতে পড়ছি না বলে  
অন্তরাত্মা মৃত প্রায় হয়েছে সবারই ।


যতইনা ব্যস্ত থাকি, না দিয়ে ফাঁকি
নিজের সমৃদ্ধিতে সবাই সচেষ্ট রই ।
জীবন গড়ি সমাজ আলোকিত করি  
তাই- আয় ল সই, বই পড়ি বই....


রচনাকাল- রাত ৯.০৮টা, ৬ মাঘ ১৪২৫
১৯ জানুয়ারি ২০১৯, ১২ জমাদিউল আউয়াল ১৪৪০
মিরপুর, ঢাকা ।