তুমি নাকি বড় লোক ?
কিন্তু বড় তো নয় তোমার ঐ মন ।
সারাক্ষন শুধু মত্ত থাকো
কি করে তুমি কাড়বে পরের ধন ।


নিত্য তুমি বানাও যত
ভেজাল আর বেদরকারি সব পণ্য ।
চটকদার বিজ্ঞাপনে
তা বেঁচে তুমি নিজেকেই কর ধন্য ।


আত্ম ভুলে স্রষ্টা ভুলে
পিশাচের মত টাকাই করছ কামাই ।
হক মেরে গড়া সম্পদ
উজার করে তোমার স্ত্রী পুত্র জামাই ।


খোদার সেই নিয়ামত
কর কুক্ষিগত কভু করনি কো দান ।
সুস্বাস্থ্য সাফল্য প্রশান্তি
তুমি পাবেনা এটা প্রকৃতির প্রতিদান ।  


রচনাকালঃ- রাত ১০ট রবিবার
০৯/১০/২০১৯ মিরপুর ঢাকা ।