আত্মপ্রত্যয়ী এক বালক       দিব্য জ্ঞানের সঞ্চালক  
            হতে চেয়ে বনে বসল ধ্যানে ।
সাপ নেকড়ে বাঘ ভাল্লুক      ভুত পেত্নী কিবা উল্লুক  
            তুচ্ছ জ্ঞানে, যুগের ব্যবধানে ।  


দেব দুত দিল সুখবর          তুমি প্রভুর পেয়েছ বর
            এখন যা ভাববে তাই পাবে ।
চেয়ে নিল স্বর্ণ প্রাসাদ         তার মিটল মনের সাধ
            এবার রাজসিক খাদ্য খাবে ।


খেয়েই দেয় সুখনিদ্রা          ছুটে গেলে ঘুম তন্দ্রা  
           এত বড় প্রাসাদ পেয়ে প্রীত ।
কত কিছুই মনে জাগে        ভয় পায়নি তো আগে          
           সন্ধ্যা নামতে দেখে হল ভীত ।  


এখন যদি বাঘে খায়           কাল হল সে ভাবনায়      
           তৎক্ষণাৎ খেলো মনের বাঘে ।  
যখন ধ্যানে ছিল বনে         ভয় ডর জাগেনি মনে  
           তখন তো খায়নি বনের বাঘে !    


হত দরিদ্ররা বস্তিতে           করোনায় রয় স্বস্তিতে
           মহামারী কিনা কিচ্ছু মানল না !
ভয়ে যারা ঘরে আছে          ঘেঁষতে দেয় না কাছে
           কই তবুও তো তারা বাঁচল না !          
                          
মৃত্যু অদৃষ্টের লিখন           তা যায় না করা খণ্ডন
           তাই সবাই ভয়কে করি জয় ।          
রাষ্ট্র স্বাস্থ্যবিধি মেনে          কাজ করি আপন মনে          
           করোনা নির্ভয় হোক প্রত্যয় ।  


তথ্যসূত্র- কোয়ান্টাম মেথড ।
আরও জানতে www.quantummethod.org.bd


রচনাকালঃ- সকাল-৭.৫১ শনিবার, ১০ আষাঢ় ১৪২৭,
৩ জিলকদ ১৪৪১, ২৫ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।