-- বড়ভাই বড়ভাই,......
আমরা এই এলাকারই ছেলেপুলে
কাম কাজ তো নাই ।
তাই ঘুরি ফিরি আর খাইদাই ।
সুযোগ দেন কিছু করতে চাই ।
-- ঠিক আছে আমার দলে যোগ দে
যা করতে বলবো তা না ভেবে চিন্তে
করবে শুধু সেটাই ।
পারবে তো ? তাহলে যাই চাইবে
পাবে তোরা তাই ।
-- ঠিক আছে ঠিক আছে, বড়ভাই  ।
-- আমার দলের লোক বাদে কর খুন
ধর্ষন যাচ্ছে তাই ।
তোদের জন‍্য মুক্ত পুরো এলাকাটাই ।
আইন কানুন থানা পুলিশ আমি দেখবো
তোদের চিন্তা নাই ।
  বড়ভাই
দেশটা লুটে খায় চেটেপুটে
আর ওদের জন‍্য কিছু ছিঁটেফোটা
দিলেই মহানন্দে খায় খুটে খুটে ।
খাদ‍্য বলতে ইয়াবা গাজা ফেন্সি হেরোইন ।
এত অল্প খরচায় কতগুলো কুকুর পোষে
আজ তারাও মজায় কাটে দিন ।
নিজের পায়ে কেউ দাঁড়াতে গেলেই হতে
হয় তাদের চাঁদাবাজির শিকার ।
দিনে দুপুরে কারো ঘাড় মটকায় আর যত
ধান্ধাবাজি করতে করে সালিশ বিচার ।
জনগন কানে দিয়ে তুলা থাকে নির্বিকার ।
প্রতিবাদ করলেই গুম, কে করে প্রতিকার ?
ওদিকে বড়ভাই
তার আরও আরও বড় হওয়া চাই-ই চাই ।
চারিদিক থেকে করে অঢেল টাকা কামাই ।
তবুও ছোটভাইদের মাঝে মাদক ব‍্যবসা ও
বড় নেতাদের কাছে করে সুন্দরী সাপ্লাই ।
এমনিভাবে বড়ভাই এলাকার তরুণ সমাজ
করুণ করে পেয়ে যায় বড় পদটাই ।
এই সমাজে এমন বড়ভাই
সাজার মজা আসলে আলাদাই !


রচনাকালঃ- রাত ১১.৫৭টা, মঙ্গলবার, ২৯ আষাঢ় ১৪২৮, ১৩ জুলাই ২০২১, মিরপুর,ঢাকা ।