বিশাল এই নগরীর এক ঝুপড়ি বস্তিতে
বেঁচে আছি গো মোরা বড় অস্বস্তিতে । ( ২ )


দিনে মাছি খেলে কানামাছি রাতে মশা
মানব জীবনের হেথা বড় মানবেতর দশা ।
চারিদিক থিকথিক পুঁতি গন্ধ
মাঝে মাঝেই যেন হয় দম বন্ধ ।
রোগে শোকে ভুগি সবে মোরা সদা জীর্ণ অস্থিতে ।


বিশাল এই নগরীর এক ঝুপড়ি বস্তিতে
বেঁচে আছি গো মোরা বড় অস্বস্তিতে । ( ২ )


পাতি নেতা বখাটেরা করে নিত্য উৎপাত
শান্তিতে খেতে পারিনা দু’বেলা দু’মুঠো ভাত ।
তিল তিল জমানো সব সহায় সম্বল
ঘটি বাটি থালা বাসন কাঁথা কম্বল ।
অকস্মাৎ প্রান নিয়ে ফেলে আসি বিনা প্রস্তুতিতে ।


বিশাল এই নগরীর এক ঝুপড়ি বস্তিতে
বেঁচে আছি গো মোরা বড় অস্বস্তিতে । ( ২ )


আলু পোড়ার আগুনে নেয় সব কেড়ে
স্বার্থ শেষে ওরা মোদের দেয় উৎখাত করে ।
সর্বহারারাই হই বারে বারে সর্বহারা
যত ফায়দা লুটে ওরা মোদেরই দ্বারা ।
কোন কাজই হয়না গো কারো সাথে দোস্তিতে ।


বিশাল এই নগরীর এক ঝুপড়ি বস্তিতে
বেঁচে আছি গো মোরা বড় অস্বস্তিতে । ( ২ )


বাধ্য হয়েই যাই মোরা সব দলের সভা মিছিলে
হামলা মামলাও তাই জুটে যত কপালে
স্বাধীন দেশেও পারি না স্বাধীন বসবাস
হয়ে থাকি সদাই শুধু নব নব ইজারাদারের দাস ।
ঘনচক্করে পরে দিন ঠেলি ঋনের কিস্তির সাথে কুস্তিতে ।  


বিশাল এই নগরীর এক ঝুপড়ি বস্তিতে
বেঁচে আছি গো মোরা বড় অস্বস্তিতে । ( ২ )


ভাবতে পারি না গো মোরা কোন কিছুই যে আর  
বৃথা চেষ্টা যেন মোদের হেথা ভালোভাবে বাঁচার
পরিবারও মোদের হেথা হয় বরবাদ
জীবদ্দশায় যেন পাই নারকীয় স্বাদ
ভয় হয় সব সময় মরতে পারবো কি একটুও স্বস্তিতে ?


গত ডিসেম্বর মাসের শেষের দিকে আমার বসবাসরত এলাকার পাশে একটি বস্তি উচ্ছেদ হয় । তারও কয়েক মাস আগে একটি বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায় । আমার কথা হল উচ্ছেদ করবে করুক কিন্তু অসহায় মানুষগুলোর জন্য পুনর্বাসন ছাড়া কেন এই অমানবিকতা ? কেন ওদের সাথে এমন অন্যায্য আচরণ ?  আমি তারই তীব্র বিরুদ্ধচারন ।