জোর দাবী খুব নাকি সাংসারিক তিনি
থরে থরে তার সাজানো ঘর সংসার ।
কিন্তু কিছু চেয়ে না পেলেই তোলপাড়  
বেচারা স্বামীর সাথে চলে অত‍্যাচার ।


কথায় কথায় শরীরে আঘাত শান্তিমত
খেতে পারেনা দুটো ভাত ভীতু স্বামী ।
বৌ তো নয় ঘরে দারোগা যেন বেচারা
স্বামী নিজেকে তাই ভাবেও আসামী ।


স্ত্রীর হাতে ধোলাই নয় জেল যেন জলে
কুমির স্থলে বাঘ সংকট তার উভয় ।
আয় রোজগার তাই কমলে তার আরো
বাড়ে অত‍্যাচার জীবন বিভীষিকাময় ।


স্বামীর স্বজনরা এলে ভাগ‍্যে গলা ধাক্কা
মেলে বললে বলে ওটা পারিবারিক ।
ঘর গৃহস্থালিটাও করায় স্বামীকে দিয়েই
তবু সে বলতে বাধ‍্য বৌটা সাংসারিক ।


রচনাকালঃ- রাত১০.৩২টা, বুধবার, ৩ মার্চ ২০২১, মিরপুর, ঢাকা ।