শোন সোনা.........।
বয়স তোমার উঠতি
মনে এসেছে ফুর্তি
ভাবছ করবে প্রেম পিরিতি
তাই না ???


কিন্তু না...!!!
যদি কর এমনটা
নষ্ট হবে মনটা
গোল্লায় যাবে জীবনটা
পড়াশুনা জ্ঞান সাধনা
কোন কিচ্ছুই হবেনা্‌.........।


কেননা ???
তোমার এই বয়ঃসন্ধিক্ষণে
অতি মাত্রায় নিঃসৃত হরমনে
আবেগ আসে শরীর ও মনে
আসে নিষিদ্ধ কামনা-বাসনা।


কি সেই কামনা-বাসনা ?
কাককে ভাববে কোকিল,
পিশাচকেও দেবে দিল,
শূকরকে পেয়েও হাসবে খিলখিল,
কে ভালো কে মন্দ কিছুই বুঝবেনা ।


না.........।।  
প্রেম তুমি এখন করবেনা ।
প্রেম নিয়ে করে যে তারা প্রতারনা !
তারা যে মানুষরূপী জানোয়ার হায়েনা ।
তারা শূকর কুকুর উল্লুকের ছানা ।
তারা সর্বভুক হাইব্রিড মাগুরের পোনা ।


দেখেছো না ?
ঐ ছানাগুলো সুন্দর কতই না !
মনে হবে আহা কি আদুরে যাদু-সোনা !
সাবধান !!! ভুল ক র বে না.........।
বয়স হলে এরাই হয় শয়তানের নানা !!!


রচনাকালঃ- বুধবার ২৬/১১/২০১৪
             রাত ৮টা, ঢাকা ।


আজ দুনিয়াটা এতটা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে যে যে কারনে । আমার দৃষ্টিতে মাত্র গুটিকয়েক কারনের মধ্যে অন্যতম হল এই প্রেম । প্রেম স্বর্গীয়, প্রেম এটা ওটা অনেক বলা যাবে আমি সে ব্যপারে দ্বিমত পোষণ করবো না বরং তাকে আমি যথাযথ মুল্যায়ন করবো । আমি মনে করি এই প্রেম সেই নয় যা শুধু মহামানব দ্বারাই সম্ভব । কিন্তু এর যথেচ্ছ ব্যবহারের নাম আকাংখা, প্রত্যাশা কিংবা কাম । প্রেম আসলে শুধু দেওয়ার নাম । আর যদি তাই করতো সবাই তাহলে পৃথিবীতে হিংসা হানাহানি বলে কিছু থাকতো না । তাই আমাদের শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে হলে সবার আগে প্রয়োজন এর নিয়ন্ত্রন । আর এই ক্ষুদ্র প্রয়াসে আমার এই কবিতা । ভুল হলে ক্ষমা করবেন । সময় সুযোগ পেলে বিস্তারিত বলবো ।