ওহে সাধের বৃষ্টি তুমি বিধাতার আহা
রূপে গুনে কি দারুণ রহমত সৃষ্টি...!  
তোমার পরশে জাগে মন প্রান তবুও
কেউ কেউ দেয় কতনা বিরূপ দৃষ্টি ।  


অতি আদরে বাঁদর বানানোরা শিশুকে
বলে বৃষ্টিতে ভিজবে না হবে জ্বর ।
ওরা কি দেখে না রিক্সাওয়ালা কৃষাণ
শ্রমিকরা খাটে যে ভিজে দিনভর ?


অবিদ্যা পুষ্ট জ্ঞান দ্বারা এমনিভাবেই  
মোরা কচি মনে গেঁথে দেই ভয় ।
বৃষ্টির সাথে জ্বরের সম্পর্ক না হলেও
আমরাই ডেকে আনছি বিপর্যয় ।


বৃষ্টিতে হবেই রাস্তা ঘাটে খানিক কাদা
ডেকে বলে নাক উঁচু দাদা ছি ছি ।
এ কোন দেশে আমরা আহা কত কষ্টে
এমন কাদা পানিতেই বাস করছি ?  
  
হে বৃষ্টি তুমি এদের মত অজ্ঞদেরকে
দিওনা দৃষ্টি সময় মতো কর বর্ষণ ।
আমরা তোমার কৃপাতেই উৎপাদনে
পারি যেন মোদের চাষের জমি কর্ষণ ।


রচনাকালঃ- দুপুর ২.৩৮টা রবিবার ২০ শ্রাবন ১৪২৬,
২ জিলকদ ১৪৪০, ৮ আগস্ট ২০১৯ মিরপুর, ঢাকা ।