বাড়ির পাশে আরশি নগর,  
চলছে সেথায় বৃক্ষ-বন্ধুদের মধুর মিলন মেলা ।  
প্রানে প্রানে উঠেছে মেতে,
প্রদর্শিত হচ্ছে প্রকৃতির কি অপার মহিমার খেলা !  


চলো না বন্ধু যাই দুজনে,
মুগ্ধমনে কাটিয়ে আসি সেথা একদিন সারা বেলা ।
কচিকাঁচা প্রানবন্ধুদের সাথে,
ভাব জমিয়ে মনের কথা চল বলি না খোলামেলা ।


কান পেতে গান শুনবো,
তাদের, শুননি তুমি সে সুর কি সুমধুর বড্ড সুরেলা  !  
চলো না বন্ধু যাই দুজনে,
সন্তর্পণে সেথায় চুমুতে দেব অমৃত সুধার পেয়ালা ।  


দুহাত ভরে সবার তরে ,
কিনবো সুখের গোলাপ জবা বেলী গাঁদা কেলেনণ্ডূলা ।
কিনবো চারা বনজ ফলদ,
নাগলিঙ্গম স্বর্ণচাঁপা আম খেজুর মাল্টা বেদানা কমলা ।  


বছর ঘুরে আসে এ মাসটি,
তাই চল বন্ধু কর না গো এই সুবর্ণ সুযোগের হেলা ।
গেলে আত্মা পাবে পরিপূর্ণতা ,
না গেলে ঐ মৃতাত্মাকে আড়ি, আমিই যাচ্ছি একেলা ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.১১ মিঃ
             মঙ্গলবার ২৪/০৭/২০১৮ ঢাকা ।