চেতনার রঙিন চশমা এঁটে আমি লিখে চলছি
অবিরাম তেলেসমাতিরই নাটক গান গল্প আর কবিতা ।  
তাতে পাপের পাহাড় ডিঙ্গিয়ে ফুলে কলাগাছ
হওয়া দাসির পেটে জন্মানো প্রভুরাও হচ্ছে দেশনেতা ।


তারা আমেরিকা কানাডায় গড়ে বেগম পাড়া,
দেশ দখল পরে দখল করে ফোর্বেস ম্যাগেরও পাতা ।    
সুইস ব্যাংকের সম্মানিত গ্রাহক সেজে ঘষে
মেজে কুলীন বনে হচ্ছে যে আমারই পদপদবী দাতা ।    


আমি শুধুই কাঁধে ঝোলা ঝুলিয়ে মঞ্চে মঞ্চে
তর্জনীর গর্জনিতেই চেতনার করছি যত বাগাড়ম্বরতা ।
আর নেতার ল্যাঠা চুকাতে মাঝেমধ্যে টকশো
ফক্সশো করে বিষয় সংজ্ঞায় দেখাচ্ছি খানিক ভিন্নতা ।


আরও বলছি ধর্ম কর্ম বাদ দিয়ে আমাদের
চেতনায় হও উদ্বুদ্ধ হে প্রবুদ্ধ জনতা তবেই সার্থকতা ।
আমাদের নেতাকে জোট বেঁধে দিলে ভোট
তিনি হবেন আপনাদের সৌভাগ্য গড়ে দেবার ত্রাতা ।  


নেতানেত্রীর চৌদ্দগুষ্টির সুখের তরে প্রার্থনা হবে
মসজিদে-মন্দিরে আমি বুদ্ধিজীবি নেতা হবে বিধাতা !  
যার যার ধান্ধা সবাই তো করে আমিও করছি
জ্ঞানবুদ্ধির জোরে কচু খাবে না কি খাবে খাক জনতা !  


রচনাকালঃ- সকাল ৮.০৪টা সোমবার, ১৫ আষাঢ় ১৪২৭,
৭ শাওয়াল ১৪৪১, ২৯ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।