অসহায়ত্ত্ব কিংবা দারিদ্রতা থেকে সুন্দরীরা
যদি চায় চিরতরে বাঁচার মুক্তি ।
স্বঘোষিত বুদ্ধিজীবীরা সোজা দেখিয়ে দেয়
ওদের দেহ ব‍্যবসা করার যুক্তি ।


রূপবতী লাস‍্যময়ী দেহবল্লরীর অধিকারীনি
বলে তারা দিয়ে দেয় সহজ সমাধান ।
তাছাড়া অক্ষম পঙ্গু অসুন্দরীদের জন‍্য তারা
রাখে কি কোন দান অনুদান অবদান ?


বিধাতার কঠোরতর বিধিবিধান লংঘন করে
তারা দেখায় এমনই অসীম ধৃষ্টতা ।
আমরা নির্বোধরা তাদেরই কুর্নিশ করে মানি
আমাদের মহান নেতা পরামর্শদাতা ।


ভরা যৌবনে যদি ওরা মৌবন না বেঁচে মেধা
বুদ্ধি খাটিয়ে নিতো স্বনির্ভরতার শিক্ষা ।
তবে সেলিব্রেটি হয়েও জীবন সায়াহ্নে এসে
তাদেরকে কি করতে হতো ভিক্ষা ?  


রচনকালঃ- রাত- ১০:৫৪টা, বুধবার, ২৪ মার্চ ২০২১,
মিরপুর, ঢাকা ।