যুদ্ধ চাই---ই---ই  যুদ্ধ
আরেকটি যুদ্ধ............ ।


মুক্তি যুদ্ধ করে বাঙালী
নয় মাসে পেয়েছে দেশ,
তাতেই যেন সব শেষ !  
দেখে পরমাত্মা নাখোশ,
সে হচ্ছেও বেজায় ক্ষুদ্ধ ।


চাই যুদ্ধ.........
এবারের যুদ্ধ,
নিজেদের সাথে নিজেরাই
নিজেদেরই করিতে শুদ্ধ ।


অমুল্য রক্তে কেনা এই ভাষা;  
অধুনা বড় বিকৃতভাবে শুনে,
বিদেশী সংস্কৃতির আগ্রাসনে
আর অপশাসনে হচ্ছি বাকরূদ্ধ ।


চিন্তায় চেতনায় কর্মে জ্ঞানে;
শিক্ষায় দীক্ষায় বোল বচনে,
কেন হইনি মোরা বিশুদ্ধ ?


এক ভাষা সংস্কৃতির বাঙালী;
হয়েছি এখন বারো মিশালী ।
আর হতে না চাইলে কাঙালি;
ধার করা সংস্কৃতিকে কর স্তব্ধ ।


বিবেক বুদ্ধি বন্ধক দিয়ে;  
রকমারি চেতনা মাথায় নিয়ে ,
তালগোল জগাখিচুড়ী পাকিয়ে,
সদা কাজ করছি স্ব-বিরূদ্ধ ।


বিশুদ্ধ বাঙালী গড়তে চাইলে;
চাই.........
আরেকটি আত্মশুদ্ধির যুদ্ধ....।।