চাই চকচক চাই চকচক চাই চকচক
তোমার বসন ভূষন
খাবার দাবার সবি যে চাই চকচক ।


চকচকের পুজারীরা খুঁজে সুন্দর ত্বক
তাই তাদের কলে কৌশলে
আড়ালে ঠকরিয়ে খায় ঐ তাপসী বক ।

চকচক দেখলে পড়েনা চোখের পলক
বেয়ারা জিহ্বাটা মজার মজার
খাবার লোভেও করে বেজায় লকলক ।


কাজেই ওরা ভেজাল মেশাতে কষে ছক
কালো ঘোলা মালগুলোকেও
করে তোলে একদম সাদা ফকফক ।


চকচক করলেই হয়না সোনার ফলক
বরং তুমি তার পিছে পড়ে
অবশেষে ভাই হও যে আত্ম প্রবঞ্চক ।


প্রাকৃতিক বস্ততে থাকে স্বকীয় মোড়ক  
তবু কেন এত রঙ চঙে
তোমরা তাতে করছো অত চিত্তাকর্ষক ?


তবু যারা হয়ে পাগলপারা খুঁজে চকচক
দুনিয়া জুড়ে পাবে নারে  
তার মত আর জগৎ সেরা আহাম্মক ।


রচনাকালঃ- সকাল ১১:১৩টা, রবিবার, ৭ মার্চ ২০২১, মিরপুর, ঢাকা ।