নিশ্চয়ই প্রভু হয়েছে অনেক অসন্তুষ্ট,    
তাই প্রকৃতিকেও দেখছি ভীষণ রুষ্ট !  
চারিদিক চলছে আজ শুধুই পৃথিবী ধ্বংসের আয়োজন ।  
হে মানুষ তবুও কি তোমার শুদ্ধ হবেনা স্বভাব-আচরণ ?    


এখনও বিদ্যমান করোনার মহামারি;
তদুপরি অধুনা আম্ফানের বাড়াবাড়ি,  
যেন গোঁদের উপর বিষফোঁড়া, শাস্তির কত সংযোজন !  
হে মানুষ তবুও কি তোমার শুদ্ধ হবেনা স্বভাব-আচরণ ?    


না জানি আরও কি করছে অপেক্ষা,
নব নব দুর্যোগই আসছে সর্বাপেক্ষা,
রাগে ফুঁসে তোমার বিরুদ্ধে সবাই করছে যুদ্ধের গর্জন !  
হে মানুষ তবুও কি তোমার শুদ্ধ হবেনা স্বভাব-আচরণ ?  


আর কত করবে অবিচার অনাচার ?
সহ্যের সীমা কত আর করবে পার ?
ফিরতে হবে জেনেও তোমার চাহিদারই নেই নিয়ন্ত্রন ?
হে মানুষ তবুও কি তোমার শুদ্ধ হবেনা স্বভাব-আচরণ ?  


বাঁচতে চাও ? আগে প্রকৃতি বাঁচাও  
সৃষ্টির সেবায় স্রষ্টার আশীর্বাদ নাও ।  
তার বিধানেই তোমার জীবনের সবই করেছে নিরূপণ ।    
হে মানুষ তবুও কি তোমার শুদ্ধ হবেনা স্বভাব-আচরণ ?  


রচনাকালঃ- বেলা ১১.৩১টা বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২৭,
২৭ রমজান ১৪৪১, ২১ মে ২০২০ মিরপুর, ঢাকা ।