এদেশের লবডঙ্কা শিক্ষা ব‍্যবস্থা নিয়ে
অভিভাবকগন ভীষন আতংকিত ।
ওদিকে কর্পোরেট কালচারে চাকরির
বাজার দিনে দিনে হচ্ছে সংকুচিত ।
ছাত্র সকল ফুল পাত্র সেজে আছে বুদ
হয়ে প্রেমপ্রীতি আর নেট দুনিয়ায় ।
আগামী দিনের ঐ ভয়ংকর পরিস্থিতির
কথা ভেবে বুক কেঁপে উঠে হতাশায় ।
জনতাকে আরও কতটা হুজুগ মাতিয়ে
রাখা যায় নিরন্তর চলছে গবেষনা ।
এ নিয়ে প্রতিযোগিতাতে মত্ত পুজিঁবাদী
রাজনীতিবিদ নেটবিদ দিচ্ছে কুমন্ত্রণা ।
আসক্তিতে বুদ অকর্মন‍্য মানুষেরা জীবন
জীবিকার সন্ধানে শুধু খুঁজে চাকরি ।
অথচ কত না কাজের সুযোগ চারিদিকে
অবারিত সবে চাকরিটাই ধরে আকড়ি ।
মোমবাতির আগুনে সারারাত একেএকে
সব কীটেরা ঝাঁপ দেয় আর পুড়ে মরে ।
তেমনি একই ধারায় মানুষেরা একইভাবে
মরে ভিন্নতা খোঁজার চেষ্টা নাহি করে ।
উচিৎ চাকুরে মনবৃত্তি পরিহারে হতে হবে
স্ব-উদ‍্যোগ স্ব-পরিকল্পনায় উদ‍্যোক্তা ।
মানসম্মত পন‍্যের জন‍্য সারাবিশ্বে অপেক্ষা
করছে যে কোটি কোটি গ্রাহক ভোক্তা ।


রচনাকালঃ- রাত ১০:৩০টা, শুক্রবার, ১২ মার্চ ২০২১,
ঢাকা হতে ঠাকুরগাঁও বাস যাত্রাকালে ।