ঘুষখোরের বিবি
ওগো ঘুষখোরের বিবি...
ভাতারের ভাত খাবি ?
নাকি জেলের ভাত খাবি ?


কেন করিস এতো খাই খাই ?
বেছে করেছিস বিয়ে তাই
অমন এক জোচ্চোর জামাই !
যার চাই পুরো দুনিয়াটাই....
এতো খাও তবু থাকো অভাবী ?


ঘুষখোরের বিবি
ওগো ঘুষখোরের বিবি...
দেশটা লুটে কোথায় পালাবি ?
বেগমপাড়ায় নিবাস গড়বি ?
অতঃপর ঐ জঠর দরিয়া ভরবি ?


পারবিনা থাকতে শান্তিতে
জীবন তো কাটাবি অশান্তিতে
আছো যে কত ভুলভ্রান্তিতে
খাবি সবি তবু ভুগবে ক্লান্তিতে !
আর অনুশোচনায় শুধু পস্তাবি ।


ঘুষখোরের বিবি
ওগো ঘুষখোরের বিবি...
তোর জন‍্যই স্বামী ঐ স্বভাবী ।
সময় থাকতে কি শুধরাবি ?
নাকি তুই আগে জেলে যাবি ?


ঘুষ যেন খাস না আর
চাইবো যে আগে তোর বিচার
তুই না চাইলে তোর ভাতার
ঘুষ খাবার সাধ‍্য হয় কি তার ?
চাঁছাছোলা করলো তোর বিচারের দাবী ।


রচনাকালঃ- রাত ১১.০টা, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১, ঠাকুরগাঁও।