শুনে তোমার চাপাবাজি
ধরলাম আমি জানবাজি
সব কিছুতে হলাম রাজি
এখন দেখি ধোকাবাজি
ধোকাবাজি ধোকাবাজি
সবই তোমার ধোকাবাজি ।।


মিষ্টি মিষ্টি কথা তোমার  
শুনে হলো সব ছারখার
একবার ফেললে ফাঁদে
দেখাও তুমি কত পাঁজি !
ধোকাবাজি ধোকাবাজি
সবই তোমার ধোকাবাজি ।।


কোন কিছুতেই না কর না
দেবার বেলা আর দাওনা
জানো নাতো কোন কাজই
বল তুমি সব কাজের কাজি ।
ধোকাবাজি ধোকাবাজি
সবই তোমার ধোকাবাজি ।।


রাজ‍্য লিখে দিলেও মাগনা
হোকনা যত আশা জাগনা
না করে আর যাচাই বাছাই
তোমার কথায় গাধা না সাজি ।
ধোকাবাজি ধোকাবাজি
সবই তোমার ধোকাবাজি ।।


মহাপাঁজি তুমি যে বিন্দাস
ঘুরছো পরে ধর্মীয় লেবাস
আহা! গয়া কাশি মক্কা গিয়ে
সেজে ফেলো মহাসাধু হাজী !
ধোকাবাজি ধোকাবাজি
সবই তোমার ধোকাবাজি ।।


দুনিয়াটা সবই লুটে খেয়ে
বেড়াও নীতির গীত গেয়ে
শেষে ধর্মযুদ্ধ লাগিয়ে বল
মরলে শহীদ বাঁচলে গাজী !
ধোকাবাজি ধোকাবাজি
সবই তোমার ধোকাবাজি ।।


রচনাকালঃ- সন্ধ্যা ৭:10টা, শুক্রবার, ১০ অগ্রহায়ণ ১৪২৯,  ২৫ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।