মা-বাবারা কত গলদঘর্ম করে ঋন জর্জরিত হয়ে
সন্তানকে সুশিক্ষিত করতে করে প্রাণান্ত প্রয়াস ।
সেই সাধের সন্তান তাদের, শিক্ষাঙ্গনে গিয়ে বনে
নষ্ট রাজনৈতিক দল আর ভণ্ড নেতাদের দাস ।


আশা ছিল সন্তান সংসারের সব দুঃখ দূরীকরণে  
ভালো উপার্জনে বিদ্যায় ঘটাবে মেধার বিকাশ ।  
সে আশার প্রদীপটা নিভিয়ে দিয়ে ঐ রাজনীতিই  
একদা সকল সম্ভাবনারও করে চূড়ান্ত সর্বনাশ ।


শিক্ষার্থীদের হাতের কলমটা কেড়ে নিয়ে ধরিয়ে
দেয় আগ্নেয়াস্ত্র, চাকু-ছুড়ি, লগি-বৈঠা-বাঁশ ।
ওদের যত লালিত স্বপ্ন অভীষ্ট লক্ষ সব ভ্রষ্ট করে
দেশ জনতার সেবার তরে দেয় মিথ্যা আশ্বাস ।


এভাবে নিয়ত ঝরে পড়ে নক্ষত্র, বেঘোরে হারায়
প্রাণ, তবুও নীতি নির্ধারকেরা নির্বিকার উদাস ।
হায়রে ভোগবাদী সবাইকে বানাতে দাস, তোরা
আরও কত এমন সোনার সন্তানদেরকে চাস ?  


ওরে ভোগবাদীরা এই ধরা আর ধ্বংস করিস না
তোরা, এখনই টেনে ধর ক্ষমতা লোভের রাশ ।
সুন্দর ভুবনে মুক্তভাবে যদি কর বাস, তবে মুক্ত  
মনের মানুষ গড়তে ছাত্র রাজনীতি কর বিনাশ ।


রচনাকালঃ- দুপুর ১২.২১টা , সোমবার ৫ কার্তিক ১৪২৬,
২১ সফর ১৪৪১, ২১ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।