পরকে আপন করে তুমি আপনকে করলে পর
ভুবন ডাঙ্গার মাঝে বাঁধলে কোন সে সুখের ঘর
কিসের নিশ্চয়তা খুঁজে পেয়ে গো তাতে রইলে
ভুলে সকল প্রতিজ্ঞা, ভাঙ্গলেও স্বজনের অন্তর ?


রইলে ভুলে যেতে তোমার সেই আসল ঠিকানা
কি আশায় ছাড়লে সেই বিশ্বস্ত বন্ধুর হাতখানা
দুনিয়ার প্রেমের ছলে চেয়েছিল সঙ্গে নিয়ে চলে
যেতে সেথায় নিতে তোমায় হয়েছিল দিওয়ানা ।


ভোগের জন‍্য ছিল না যার কোন কামনা বাসনা
তোমায় জান্নাতে নিতে শুধু যার ছিল আরাধনা
চোগল খোরের কথাতেই কানে বিষ ঢেলে তাকে
ছেড়ে গেলে যাচাইও করলে না সত‍‍্য ছিল কি না ?


তোমায় সে যে বানাতে চেয়েছিল সাচ্চা ইনসান
বলেছিল সাবধান ঝঞ্ঝাট কিন্তু বাধাঁবে শয়তান
কারণ সৎ পথে আসে বাঁধা বিপত্তি তুমি করবে
না আপত্তি কায় মনে শুধু করবে নিজকে নির্মাণ ।


তুমি শুনলে না, প্রথম পরীক্ষাতে ছিটকে পড়লে
যত অপবাদ ঘৃণা তাকে তো ইচ্ছে মতো করলে
পর্ণ কুটিরেই খুঁজলে সুখ, দুদিনের এই দুনিয়ায়
হায়রে মানুষ সোজাপথ ছেড়ে মরিচিকাই ধরলে ?


রচনাকালঃ- সকাল ৮:৫৮টা, রবিবার, ২৫ বৈশাখ ১৪২৯, ৬ শাওয়াল ১৪৪২, ৮ মে ২০২২, মিরপুর, ঢাকা ।