কত ত্যাগ তিতিক্ষায় স্বপ্ন সাধনায়  
স্বজনেরা করেছিল মুক্তিযুদ্ধ ।
চিন্তা চেতনায় কি ধর্মে কর্মে তবে
কেন হইনি আজও বিশুদ্ধ ?


ত্রিশলক্ষ জনে শহীদ আর দুইলক্ষ  
মা বোনের হয়েছিল সম্ভ্রমহানি ।
তবুও কিসের মায়ায় আগলে রাখি  
যার যার স্বীয় জীবনখানি ?


স্বদেশ স্বাধীনতায় তাঁরা নিজেদের
সবটুকু রক্ত দিয়ে হয়েছে ধন্য ।
মূমূর্ষ রোগীদের জন্য মোরা সামান্য
রক্তদানে কেন করি কার্পণ্য ?  

মহান মুক্তিযোদ্ধারা এই দেশ রক্ষায়  
উৎসর্গ করেছিল সব জানমাল ।
ট্যাক্স ভ্যাট যাকাত দান ওরা দেয় না
ঠিকই তবে দেশ লুটে হয় মালামাল !
    
কভু কি লজ্জা মোটে হয়না মোদের  
এমন দেশটাকে দিতে ফাঁকি ?
শহীদদের প্রতি সেই শ্রদ্ধা না রেখে
তবে কেমনে এ দেশেতে থাকি ?  
  
হানাদারেরা ঐ হায়েনাদের মতোই  
যুদ্ধে করেছিল কত বর্বরতা ।
স্বাধীন এদেশে তবে কেন রে মোরা
করি তার চেয়েও জঘন্যতা ?


ঐ মা বোনেরাই কেন নিরাপদ নয়
আজকের এই স্বাধীন দেশে ?
স্বাধীনভাবে বলতে চলতে কেন রে
তবে অতশত বাঁধা আসে ?  

মুখ বুজে সব সহ্যই কর, ভুলে গেছ  
করতে অন্যায়ের প্রতিবাদ !  
কিসের ভয়ে ঘরে থাকিস রে প্রাণটা
নিয়ে ওরে মুনাফিক মুরতাদ  ?  


রক্তে কেনা এই দেশে আবার রক্ত
দিতে কেন করিস রে ভয় ?
জানিস তবে, বহু ত্যাগের বিনিময়ে  
পাওয়া এ দেশটাই তোমার নয় ।  


রচনাকালঃ- রাত ১০.০৩টা, বৃহস্পতিবার, ২ পৌষ ১৪২৭,
১ জমাদিউল আউয়াল ১৪৪২, ১৭ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।