বহুদিন বাদে স্বজনেরা আমার
দেখতে গেল চিড়িয়াখানা ।
দেখেই তাজ্জব বনে তারা বলে
এতো দেখি আজব কারখানা !


পশুপাখিরা সব শুকিয়ে কংকাল
কর্মীরা সবাই ভুঁড়িওয়ালা ।
ঐ অবোধ বন্দীদের বরাদ্দ লুটে
বনেছে গাড়ি বাড়িওয়ালা ।


দর্শনার্থী তো যেমন তেমন ভিড়
গিজগিজে প্রেমিক যুগলদের ।
চিড়িয়াখানা দেখতে আসেনি যে
ওরা, সেথা মুক্ত ডেটিং ওদের ।  


ছেলেদের কানে দুল হাতে বালা
কি কিম্ভূতকিমাকার চেহারা !  
বানর সদৃশ এই জন্তুদের জন্যেই
ফিদা ওসব শিক্ষিত মেয়েরা !


চিড়িয়াখানার জন্তু দেখি কি আর  
দেখে বিহ্বল মনুষ্য চিড়িয়া ।
নিরাশায় ফিরে স্বজনেরা সব ব্যক্ত
করে এমনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ।  


রচনাকালঃ- সকাল ১০.৩১টা বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪২৬,
৫ মহরম ১৪৪১, ৫ সেপ্টেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।