আজ মন তোমার বড় বিষণ্ণ; দেহ অবসন্ন,  
যান্ত্রিকতার যন্ত্রণা আর দুর্নিবার দুর্নীতির দহনে।
চল যাই চল সখা মেলে দুই পাখা,
দারুচিনি দ্বীপের গহিনে, ছায়া সুনিবিড় কুঞ্জবনে ।
সেথায় মায়া হরিণের মায়া মেখে গায়,  
প্রান জুড়াই শুনে; পাখিদের কল-কাকলির কুজনে।  
মুক্ত বিহঙ্গের মত আমরাও নীল গগনে প্রশান্ত মনে,  
উরে বেড়াবো দুজনে আর খুনসুটি করবো ক্ষনে ক্ষনে।  
মন মুকুরের ক্ষোভাগ্নি, দুঃখ-বিষাদ-হতাশা ঝেড়ে,
ভরদুপুরের পদ্মপুকুরে শুচি হবো আনন্দ-অবগাহনে।
নব উদ্যোগে বাঁচবে কি বল ? তবে চল সখা চল,  
নির্মল পবনে কমল দূর্বাঘাসে নগ্ন পায়ে হাঁটবো দুজনে।
শত বেদনা যত যাতনা অত গ্লানি-লাঞ্চনা গঞ্জনা-বঞ্চনা,  
কেন সখা তুমি তুষের আগুনে পুষে রেখেছ মনে মনে ?
ওদিকে জীবিকার জন্যে দিনমান হন্যে জাঁতাকলে পিষে,
যাচ্ছ তো মিশে; বল, বাঁচলে কৈ আর এই সুন্দর ভুবনে ?
বাঁচতে হলে ওসব নেতিবাচকতা ভুলে, নতুন আশা-
নিখাদ ভালোবাসা, পরোপকারিতার প্রত্যয় চাই জীবনে।।


রচনাকালঃ- ভোর ৪টা
শনিবার- ০৯/০৬/২০১৮ ঢাকা।
( পুনঃসম্পাদনা- বেলা ১১টা  
১২/০৬/২০১৮ )