হে বিভীষিকাময় করোনা হয় সবাইকে মারো
আর না হয় এবার নিজেই মর না ।
তোমার তো তান্ডবের দিন শেষ নিজেকে তবে
অন‍্যের হাতিয়ার হতে রাজনীতিটা কর না ।
তোমাকে দিয়ে কত না খেলা খেলছে কতজনে
দেখাচ্ছেও কতই না জুজুর ভয় ।
তোমার জন‍্য বানিজ‍্য করে কেউ আঙ্গুল ফুলে
কলাগাছ, কারো সাম্রাজ্যই হয়েছে লয় !
অনেক হয়েছে অনায‍্য বানিজ‍্য রাজনীতি নিয়ে
তোমায়, শোষক দ্বারা আর হইওনা ব‍্যবহার ।
দেশে দেশে তোমাকে দিয়ে দরদী বেশে সবাই
করে যাচ্ছে যার যার স্বার্থসিদ্ধির কারবার ।
তুমি নাকি প্রাণনাশী ? কিন্তু দেখি কোন রাজাকে
রক্ষাকারী এক অদম‍্য অভেদ‍্য বর্ম !
যাই কর ভাই নাই কর কারো জন‍্য এমন কর না,
মনে রেখো তেমনই ফল যেমন তার কর্ম ।


রচনাকালঃ- রাত ১১.১৮টা,শনিবার, ২১ চৈত্র ১৪২৭, ৪ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।