নাচো না নাচো না মন  
দাদন দিয়েছে মহাজন
সময় হলে
সুদাসলে
দাদন সে করবে কর্তন ।


নিলে দাদন  
হলে পতন  
হলে যে দাসেরই মতন ।


যেমন খুশি
দিবানিশি
করবে সেবার আয়োজন ।  


চোখের পানি
ফেললে ঋণী
তোমার শুনবে না ক্রন্দন ।  


ঋনের ফাঁদ
করে বরবাদ
সবার ঐ সাজানো জীবন ।


ফুটানি করে
গিয়েছ মরে
করেছ যে ঋনে ঘি ভক্ষণ ।  


দাদন > ঋণ, অল্প দামে কিনতে অগ্রীম প্রদান ।


রচনাকালঃ- রাত ৮.৩৮টা, শুক্রবার , ৩১ আশ্বিন ১৪২৭,
সফর ১৪৪২, ১৬ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।