ওহে সকল মুসলমানের ঘরে  
জন্মানো, অতি অপার সৌভাগ্যের  
আখেরি উম্মাহর নন্দিত সন্তান।


তোমরা শুনেছ কি সেই
হৃদয় কারা মন মাতোয়ারা
আকুল পারা মমতাভরা আহবান।


সবার ঘরে ঘরে স্বয়ং ঘুরে
মুক্তির ডাক দিয়ে যায় যে
মহাকল্যাণের এই মাহে রমজান।


পাপ-পঙ্কিলতার শুচি আনয়নে
নব জীবনের প্রশিক্ষন দানে
এ তার মহিমান্বিত অনন্য অভিযান।


শরীরের সকল জমানো বিষ
মেদ-মৃতকোষ-দোষ অপসারনে  
রোজা দেয় করে নবদেহ নির্মাণ।  

যে মাসে নাজিল হয়েছিল
মানব মুক্তির অব্যর্থ সংবিধান,  
মহা পবিত্র আল-কোরআন ।


এ নহে কোন আচারি ধর্ম,
এ যে সবাইকে সফল স্বার্থক
করতে এক সর্বোন্নত জীবনবিধান।


যা শেফা-সেবা রীতি-নীতি
বাণিজ্য বণ্টন তথ্য তত্ত্বের
অফুরান এক বিস্ময়কর অভিধান।


সংখ্যার সামনে শুন্য যোগে
তা কমে, তার পরে করলে যোগ  
যেমন বাড়ে সংখ্যার মান।  


কোরআন দিয়ে করলে শুরু
বিদ্যাচর্চা, তেমনই বাড়ে তার
সত্যিকার আকল-বুদ্ধি-জ্ঞান।  


এই মহিমান্বিত রমজান মাসে,
সব মানবকুলের পরিত্রাণের তরে
প্রভু যখন রাখল এই অবদান।


তুমি বান্দা কোন ধান্দা
কর তবে আর ভিন্ন দর্শনে
গলদঘর্মে পেতে চাচ্ছ চির-আসান।


এই রমজানে কর গো তুমি
যত যাকাত-ফিতরা-দান
সম্পদে প্রবৃদ্ধি দেবে প্রভু সুমহান।


দারিদ্রতা নির্মূলে এর চেয়ে
আজো অব্দি দিতে পারেনি
কেউ চিরস্থায়ী ও সুষ্ঠ সমাধান।  


এতিম মিশকিনের খাচ্ছ হক
তুমি প্রতারক আর প্রতিনিয়ত
গেয়ে যাচ্ছ মানব মুক্তির গান !  


না তারটা কেড়ে নয় তো !  
তোমারই টাকাতে আছে গচ্ছিত,
সেটাই তো দেবে চাইনাকো দান।


এমন লক্ষ কোটি টাকার যাকাত
প্রতি বছর অনাদায়ী, যা রেখে
তুমিও ধ্বংসপ্রাপ্ত দরিদ্রও বিশ্বজাহান।


অথচ তুমি অভিশপ্ত সুদী ব্যবস্থায়
কোন ধৃষ্টতায়, অহর্নিশ মানুষকে
সেই জালে জড়াবার দিচ্ছ ফরমান ?  


সত্যিটা না জেনে কল্যাণও হয়না
করা কারো, হবেওনা শ্রমস্বার্থ,
সতত চেষ্টায় তাই রাখি তার মান।


দাও সারা দাও সেই আহবান
যেতে যে হবেই পরপারে তোমায়
তাই কিছুতেই করনা তার অপমান।।


রচনা কালঃ- দুপুর ২.৫০ টা
বৃহস্পতিবার ১৪/৬/২০১৮ ঢাকা।