কোন ধর্মীয় সংখ্যা গরিষ্ঠের দেশে কেউ অসাম্প্রদায়িকতা চাপায় জবরদস্ত ।
বহুজাতিক অসাম্প্রদায়িক কোন দেশে কেউ ধর্মীয় রাজনীতি চাপায় জবরদস্ত ।
কিন্তু অদ্ভুত ব‍্যপার দুজনে দুই মেরুর হলেও একে অপরে দেয় ইন্ধন, ঐ দুই দেশের নেতা দুজনে আবার দারুণ জিগরী দোস্ত !


ডান পন্থী বাম পন্থী এই চেতনা সেই চেতনা সমাজতন্ত্র কিবা গবেট গনতন্ত্র ।
এগুলো একই মুদ্রার এপিঠ ওপিঠ সবই তো শোষকদের পাতানো শোষণ যন্ত্র ।
যদি কেউ বলে এসব মানবতার কল‍্যানে তবে সে স্বার্থান্ধ নয় শিশু যে মোটেও বুঝেনা ওদের এসব শোষনের মন্ত্র ।


যে দেশের যেই চেতনা পন্থীর হোকনা সে যত বড় মাপের কোন নেতা ।
তার তো কোন সৎ চরিত্রই তো দেখি না সে যতই দেখাক না আদর্শিকতা ।
ক্ষমতার জন‍্য যেভাবে হবে স্বার্থ হাসিল তাতে যদি হতে হয় বিছানা সঙ্গী নয়তো তা কাউকে যদি বানাতে হয় পিতা ।


আর জনতা নামক বাকী এই কাপুরুষের গোষ্ঠী ব‍্যর্থ আর আত্মকেন্দ্রিকের দল ।
এরা সর্বদা খুঁজে ফেরে আরাম বলয় কিংবা গোলামীর জীবন
নয়তো কারো পদতল ।
মানবতা মুক্তি তো দূরের কথা কোন যুক্তি নেই এসবে, চুক্তি বরং করেছে তারা মানুষকে পড়াতে দাসত্বের শৃঙ্খল ।


রচনাকালঃ- রাত ১১.২৪টা, বুধবার, ৩০ আষাঢ় ১৪২৮,  ১৪ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।