ডেকোরেশন প্লান্ট হয়ে তুমি
যে থেকোনা গো কারো দামী পটে.......


সারাজীবন তোমায় রাখবে তারা
তোমার ডালপালা কেটে ছেঁটে


তোমার যে কভু ধরবেনা ফল
কোন দিন ফুলেই যদি না ফোটে !


হবেনা তো কভু শিকড়ের বিস্তার
কোন দিন স্বাচ্ছন্দের মাটিই যদি না জোটে


হ্যাঁ, থাকবে তুমি পরের সুন্দর
সাজানো শীতাতপ ঘরেও বটে !

চেয়ে চেয়ে দেখবে নিয়ত শুধু
বড় লোকদের কত রকমের যে কি ঘটে......


আজ্ঞাবহেই তুমি কাটাবে জীবন
নিশ্চিত ক্রীত দাস হয়ে অকপটে........


নিজের পরিচয়ে হবেনা পরিচিতি
মনজাগতিক দাসত্বই লিখে নিয়েছ যে ললাটে !


পরের অধীনে থাকলে ভালো ভালো
খেয়ে-পরে দিন যাবেও বেশ কেটে


তাতে কি আখেরে তোমার পরম আত্মার
স্বচ্ছ জবাব দিহিতা পরবে না সঙ্কটে ?

তাই, নিজ স্বাধীনে যদি হকারও হও  
তবুও পরের সাহায্যে বসিও না রাজপাটে


নইলে, দুর্বিষহ ভাবে জীবন তোমার
অকালে মরবে ঘাটে অঘাটে......


লেজুড়বৃত্তির নির্লজ্জ চাটুকারিতায়
স্বমহিমায় কারো কি মেধার বিকাশ ঘটে ?