বিশেষ ধর্মাচারী হয়ে কাউকে তাচ্ছিল্য
করে যদি নিজেকে ধার্মিক মনে হয় ।
তবে নিশ্চিত বলা যায় যে কেউ ধার্মিক
হলেও সেই বরং মোটে ধার্মিক নয় ।
প্রকৃত ধার্মিক স্ব ভুলত্রুটির জন‍‍্যই তো
সদা থাকে সন্দিহান করে সংশয় ।
সর্বক্ষন সতর্ক থাকে যে তার মন, তাই
প্রভুর অসন্তুষ্টিকেই করে যত ভয় ।
শুধুই উপাসনালয়ে সময় অপচয় বিনা
যে নিঃস্বার্থে সৃষ্টির সেবায় ব্রত রয় ।
সে ধার্মিক নয় আত্মার পরিশুদ্ধতাবিনা
ধর্মীয় পোশাকে যে দেয় পরিচয় ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, শুক্রবার, ৫ অগ্রহায়ন ১৪২৯, ২০ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।