ওরে ঐ ধর্মবাজ !
শালা মহা মূর্খরাজ !
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


তার চেয়ে অধম তুমি !
তার চেয়েও নীচু তুমি !
পেটের দায়ে যে বাঁচে দেহ বেঁচে
বাঈজী নেচে !
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


ওরে ঐ ধর্মবাজ !
মুখোশ তোমার খুলেছে আজ ।
নিজের আখের গোছাতে তুমি
শুধু ঘুর ঘুর কেন ভণ্ড নেতার
পিছে পিছে ?
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


বাণিজ্য নাকি করনা তুমি ।
ভালোবাসো না জায়াগা জমি।
তবে ভক্তের কামাই খাও গো কেন
কেঁচে কেঁচে ?
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


নারী নাকি অনাচারী ?
কেন রে ওরে লেবাসধারী........
তার কাছেই যাও তার হাতেই খাও  
যেচে যেচে ?
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


আলকাতরা মাগনা পেলে,  
নাও তো তুমি দাঁতে তুলে;
সুযোগ পেলে নাও সেই নর্দমাটাও
সেচে সেচে ।
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


একদিন তো পড়বেই ধরা ।
ওরে ঐ শয়তানের ঘোড়া ।
প্রভুর পাতানো শেষের সেই সুক্ষ
সুকঠিন ছাঁচে । তবে.....
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


তার চেয়ে অধম তুমি !
তার চেয়েও নীচু তুমি !
পেটের দায়ে যে বাঁচে দেহ বেঁচে
বাঈজী নেচে !    
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?
এ তোমার কেমন বাঁচা ধর্ম বেঁচে ?


রচনাকালঃ- রাত ১২.০৮ টা বৃহস্পতিবার
০৮/১১/২০১৮ মিরপুর, ঢাকা ।