ধোঁকা দিয়ে ধোঁকায় কভু পড়বো না
নিজের ফাঁদে নিজে পড়ে মরবো না
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............


কাউকে ধোঁকা দিলে রে ভাই আমিও
ধোঁকায় পড়বো ।
আমার আম আর ছালা যা আছে ভাই
সবি যে হারাবো ।
সর্বহারা হয়ে তখন কারো কাছে গিয়ে
কান্না তো আর করবো না।  
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............


সৎ পথে চলবো সদা বলবো কালো
কে কালো সাদাকে সাদা ।
তুমি যতই বুদ্ধি দাও রে দাদা, গায়ে
লাগতে যে দেবো না কাঁদা ।
পরের বুদ্ধি শুনে কভু লোভ লালসাতে
আর পড়বো না পড়বো না।
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............


ধোঁকা দিয়ে ধোঁকায় কভু পড়বো না
নিজের ফাঁদে নিজে পড়ে মরবো না
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............


স্ব-বুদ্ধি বিদ্যাতে আর স্ব-পরিকল্পনাতে
স্ব-অর্থায়নে করবো যাহা মন চায় ।
কারো কিছু দেখে কভু করবো না তো
হিংসুটের মত হাপিত্যেশ হায় হায় ।
তাতে আমার লক্ষ কোটি দামী মাথার
বুদ্ধির বিকাশ ঘটাতে যে পারবো না ।
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............


যা নিয়ে ভাববো যত ব্রেনের নিউরনও
আমার বাড়বে তত ।
তাই গভীর ধ্যানে নিজের বুদ্ধি জ্ঞানও  
বাড়াবো যে ইচ্ছে মত ।
কিছু চাইতে কোন দিনও কারো কাছে  
ধরনা যে ভাই ধরবো না।
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............


ধোঁকা দিয়ে ধোঁকায় কভু পড়বো না
নিজের ফাঁদে নিজে পড়ে মরবো না
এমন বোকার জীবন আমি গড়বো না
গড়বো না ভাই গড়বো না............

রচনাকালঃ- দুপুর ১.০৩টা, সোমবার, ২ চৈত্র ১৪২৬,
১৬ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।