( আমার অন্যতম প্রিয়কবি মার্শাল ইফতেখার আহমেদের " ধর্ম ! ধর্ম ! ধর্ম !" কবিতার মন্তব্য দিতে না পাড়ায় এই কবিতা উৎসর্গ করলাম । )  



ওরা তো- হীনস্বার্থ চরিতার্থেই  
বানিয়েছে নিজ নিজ মত ধর্ম ।
আদতে তা তারা বাঁচাতেই গা  
পড়েছে সেই ধর্ম নামের বর্ম ।
বিশেষ লেবাস জড়ালে শরীরে  
সুবিধা যে কত করতে কুকর্ম !
ধর্ম যাদের পেশা তারা কভু কি  
বুঝে, ধর্মের অন্তর্নিহিত মর্ম ?
ওদের সেই আচারি ধর্ম পরকে
শেখালে বাঁচবে কি কারো চর্ম ?  
নবী ( সাঃ ) এনিয়ে বাড়াবাড়ি
করেছেন মানা, করি গলদঘর্ম ।        
বলেছেন যে ধর্ম মানে সদাচার,        
দিল থাকবে রবের পানে, আর
ইবাদত নিয়তেই কর সৎকর্ম ।
দ্বন্দ্ব-বিভেদ ঘটে তখন, যখনই  
ধর্মে কেউ করে মনগড়া কর্ম ।  


রচনাকালঃ- রাত-৯.৪৭টা, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭,
৯ শাওয়াল ১৪৪১, ২ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।