যদি সেভাবে চাইতাম
তবে হয়তো আকাশের চাঁদকেও পেতাম ।
যদি সেভাবে আল্লাহ্‌কে ডাকতাম
তবে হয়তো এতদিনে ওলি হয়ে যেতাম ।
যদি সেভাবে চেষ্টা চালাতাম
তবে হয়তো মরা গাছেও ফুল ফুটাতাম ।
যদি সে ভাবে ভালো বাসতাম
নিশ্চিত বনের বাঘকেও পোষ মানাতাম ।
যদি তোমাতে উজাড় না হতাম    
তবে কি কক্ষনও এরকম সর্বহারা হতাম ?
চাওয়া পাওয়ার এই ভালোবাসায়  
কারো জীবন উৎসর্গেরও নেই তো দাম !  
হায় ! মানবের দানবীয় ভালোবাসা
তুমি তো তবে ধ্বংসেরই অপর এক নাম !
  


রচনাকালঃ- বেলা ১১.৪৯টা, সোমবার, ১১ ফাল্গুন ১৪২৭,
২৯ জমাদিউস সানি, ২৪ ফেব্রুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা ।    


তবে না আমার জীবনে এমনটা কভু হয় নি । বরং যাকে চেয়েছি তাকেই পেয়েছি এবং ভালো আছি । কিন্তু আজ যত নেশা গ্রস্থ যত হতাশাগ্রস্থ  কিংবা দুরাচারী তাদের একটা বড় অংশই ব্যর্থ প্রেমিক প্রেমিকা । তাদেরই জীবন কাহিনী অবলম্বনে ।