সে ধনীর দুলাল নন্দলাল
মানে না যে হারাম হালাল
জীবন কাটায়
রং তামাশায়
বাপের আছে অঢেল মাল ।


মন চায় যা করে চলে তা
টাকাটা তার গাছের পাতা
নারীর প্রতি থাবা
মদ গাঁজা ইয়াবা
বাবাই যেন যোগান দাতা ।


কালো টাকাকে করে সাদা
ওরা বাপ বেটা হারামজাদা
গরীবের রক্ত চুষে
মনে শয়তানি পুষে
সর্বত্র দাপিয়ে বেড়ায় সর্বদা ।


বাপের গড়ে তোলা সাম্রাজ্য
চালাতে হয় সে অকৃতকার্য
গড়েনি যোগ‍্যতা
দিল ভরা অজ্ঞতা
ঐ বাপও মরল দেখে অনায‍্য ।


অবৈধ অর্থের গড়লে পাহাড়
এ ধরায় সুখ হয় গো কাহার
জিতবে নাতো কভু
ক্ষমা করবেনা প্রভু
দিন শেষে তো মানবেই হার ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.১৯টা, বৃহস্পতিবার, ১১ ভাদ্র ১৪২৮. ৭ মহরম ১৪৪৪, ২৬ আগষ্ট ১৪২৮, ঠাকুরগাঁও ।