আমার দিলের কি ম‍ূল‍্য আছে,
তোমার কাছে ?
মূল‍্য হয়তো বুঝতে,
যদি বুঝতে উপকারী হলেও ফল
ধরে না যে কিছু গাছে !
সব গাছের ফলও যেমন হয়না ভোগ‍্য ।  
তেমনি সফল হলেও সব মানুষ নয়
যে তোমার যোগ্য ।
দেখেছ তো নিশ্চয় জঙ্গলের অনিন্দ‍্য
সুন্দর মাকাল ফল ?
তার ভিতরটা কি কখনও দেখেছ ?
ছাই যেন অবিকল...........
বাইরের অবয়ব দেখে যায় না বুঝা
কে মন্দ কে ভালো ।
দিল না দেখে দিল দিও না, সে যে
হয়না আপন যার দিলে নেই আলো ।


রচনাকালঃ- সকাল ১০.৫৮টা, রবিবার, ২৮ অগ্রহায়ন ১৪২৭, ২৭ রবিউস সানি ১৪৪২, ১৩ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।