হে মুসলমান এলো রমজান রাখো গো সবে রোজা
এতো নহে মোটেও কঠিন কিছু মানলে খুবি সোজা  
না খেলে তেল চর্বি ভাঁজাপোড়া
এসময় গুরুপাকে নয় পেট ভরা
কমবে খরচ সময় শ্রম কমবেও সব পাপের বোঝা ।


আবারও এ রমজান ফিরে পেল যে ভাই মুসলমান  
নাইরে নাই জগতে কেউই তার চেয়ে সৌভাগ্যবান
নফলগুলো হবে ফরযের সমান
সত্তর গুন হয় সৎ কর্মে প্রতিদান
হবে পরিত্রান সঠিকভাবে করি যাকাত ফিতরা দান ।


এই মাস হতে বন্ধ হোক অন‍্যায় ব‍্যভিচার অনাচার
দেনা পাওনা বাণিজ্য নিয়ে না করি জুলুম অবিচার
ভালো চাইলে সারা জিন্দেগীতে
রমজানে মশহুর রই বন্দীগীতে
এর অন‍্যথায় হাশরের ময়দানে হবে কঠিন বিচার ।


এক মাসের রমজান দিয়ে যায় রসদ বাকী মাসের
রদ করে সকল বদ কর্ম মানুষেরই আত্ম বিনাশের
এই মাস স্রষ্টার যে মহানেয়ামত
অঝোরে ঝরে যত বরকত রহমত
তাই হোক তা সবার মুক্তির না হয় যেন সর্বনাশের ।


রচনাকালঃ-রাত ১১ ৪৫টা, রবিবার, ২১ চৈত্র ১৪২৮, ১ রমজান ১৪৪২, ৩ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।